সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে উদ্যোগে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে মায়ানমার সরকার কতৃক বাংলাদেশে পালিয়ে আসা মুসলিম রোহিঙ্গাদের সাহায্যর্থে অর্থ ও বস্ত্র সংগ্রহ করা হয়েছে। উপজেলার ফাউন্ডেশন ফর সেভিং রোহিঙ্গা জামালগঞ্জ সংগঠনের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান হাট-বাজার সমাজের বিত্তবানদের কাছ থেকে নগদ অর্থ ও বস্ত্র সংগ্রহ করেন-ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত এড. গোলাম আল বেরুনী শুভ্র, গোলাম হাসান আফিন্দী তাপস, ইঞ্জিনিয়ার রাজিব চৌধুরী, কামরুল ইসলাম আলমগীর, মাও.আলতাফুর রহমান, আহমেদ জাকির, কামরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও শিক্ষকবৃন্দ ২১হাজার ১শত ৮৭ টাকা ও ২ হাজার পিছ জামা-কাপড় দিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছে। সংগঠনকে নগদ টাকা ও বস্ত্র প্রদান কালে এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামাল, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, ইমরুল হাসান, জ্যোতিষ রঞ্জন তালুকদার, প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ প্রমূখ।