সাইফ উল্লাহ: সংঘাত নয়, জঙ্গিবাদ নয়-ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি, জঙ্গিবাদের বিরুদ্ধে- গণপ্রতিরোধ গড়ে তুলি অহিংস নীতি গ্রহণ করি শান্তির দেশ গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন করা হয়েছে।
গতকাল সোমবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে ও সুশাসনের জন্য নাগরিক সুজন’র উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনের শেষে জামালগঞ্জ উপজেলার সুজন’র আহবায়ক মিছবাহ উদ্দিন’র সভাপতিত্বে ও দি হ্ঙ্গাার প্রজেক্ট বাংলাদেশ’র ইউসি সাইফ উল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, আওয়ামীলীগের তথ্য বিষয়ক সম্পাদক মো. জহিরুল হক তালুকদার, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল মালিক, সাংবাদিক ফোরামের সভাপতি ও বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ওয়ালী উল্লাহ সরকার, ফেনারবাক ইউপি সচিব অজিত কুমার রায়, শেখ রাসেল স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক মো. আলী হোসেন রাজা, উপজেলা ছাত্রদল নেতা ময়নূল ইসলাম প্রমূখ। মানববন্ধন শেষে একটি র্যালী উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে উপজেলা প্রাঙ্গণে এসে সমাপ্তি ঘটে।