নিউজ ডেস্কঃ সিলেটের কানাইঘাট থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ তিনজনকে আটক করেছে র্যােব। তাদের কাছ থেকে ৩০০ পিস হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল,৩০০ ইলেকট্রিক ডেটোনেটর ও দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে এ বিষয়টি সংবাদিকদের জানানো হয়। আটককৃতরা হলেন-কানাইঘাটের হালাবাদি থানার এতিম আলীর পুত্র ইব্রাহীম (৪০), সোনারতন গ্রামের মো. কাহির পুত্র মো. আশিক (১৯) ও হরজাইলের পুত্র রায়হান (২০)।
গত শনিবার বিকেলে কানাইঘাটস্ত সুরইঘাট বাজারের হোসেন আহমদের বাড়ির সামনে থেকে বিস্ফোরক দ্রব্যসহ তাদের আটক করা হয়। প্রেস বিফ্রিংয়ে র্যা ব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী জানান,বিস্ফোরকগুলো মেঘালয় থেকে আনা হয়েছে এবং সেগুলো খুবই শক্তিশালী। ইতিপূর্বে জঙ্গিদের কাছ থেকে এ ধরণের বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।