News71.com
 Bangladesh
 25 Jan 18, 06:31 AM
 1180           
 0
 25 Jan 18, 06:31 AM

মুক্তি যোদ্ধাদের ইতিহাস নতুন প্রজম্মদেরকে জানাতে হবে সুনামগঞ্জ জেলা প্রসাশক

মুক্তি যোদ্ধাদের ইতিহাস নতুন প্রজম্মদেরকে জানাতে হবে সুনামগঞ্জ জেলা প্রসাশক

সাইফ উল্লাহ: মুক্তিযুদ্ধাদের ইতিহাস নতুন প্রজম্মকে জানাতে হবে । যদি সুনামগঞ্জ জেলা মুক্তিযুদ্ধাদের জীবনী জানা হয় তাহলে দেশত্ব বোধ জাগ্রত হবে। বিদ্যালয়ের লাইব্রীতে মুক্তিযুদ্ধাদের বই রাখতে হবে। সুনামগঞ্জের জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টানে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো, সাবিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। তিনি আর বলেন আজকের পৃথিবী হাতের মুঠায়। প্রতিটি উচ্চ বিদ্যালয়ে ইন্টার নেটের মাধ্যমে যোগা যোগ সহ মুক্তিয্দ্ধুাদের সর্¤úকে জানাযাবে। আমি জানতে পেয়েছি স্কুলের সাথে কিছু খাস জমি রয়েছে তাহা সরকারী বিধি অনুযায়ী ব্যবস্থা করে দেওয়া হবে। হাওরের বাধ নিমাণ কাজ দেখতে আসতে হয়। স্কুলে কোন সমস্যা হলে প্রশাসনকে জানাবেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে অনুষ্টানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজী এম নবী হোসেন ও সহকারী শিক্ষক চিত্ররঞ্জন দাস এর সঞ্চালনায় , স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবতী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখনে জামালগঞ্জ উপজেলার নিবাহী অফিসার মো,শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভুমি ) মনিরুল হাসান, সহকারি কমিশনার ও নিবাহী ম্যাজিষ্ট্রেট আক্তার জাহান সাথী, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম,আওয়ামীলীগ সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, সাবেক বিএনপির সভাপতি মোক্তার হোসেন, ফেনার বাক ইউপি চেয়ার ম্যান করুনা সিন্ধু তালুকদার, আওয়ামীলীগ নেতা মো,জহিরুল হক তালুকদার প্রমূখ। জাতীয় পতাকা ও জাতীয় সংঙ্গীতের মাধ্যমে উদ্ধোধন করেন
প্রধান অতিথি মো, সাবিরুল ইসলাম। ২দিন ব্যাপী এ অনুষ্টান চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন