সাইফ উল্লাহ: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষে দলগত জাতীয় সংগীত প্রতিযোগীতা উপজেলা পর্যায়ে চুড়ান্ত বাছাই শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমিতে বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মনিরুল হাসান। হাসিবুল হাসান বাতেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ও বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাধ্যমিক মো: মাহবুবুল কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: বজলুর রশিদ। বিচারক হিসাবে আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ বিশ^বিদ্যালয়ের প্রভাষক পংকজ বর্মণ, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক য্যোতিশ রঞ্জন তালুকদার, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুব্রত রায়, হাজী কালা গাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাবেরি রায়। সার্বিক ত্বতাবধানে ছিলেন, জামালগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জামিল আহমদ জুয়েল। জামালগঞ্জ বিশ^বিদ্যালয় কলেজ বিনা প্রতিদন্ধীতায় বিজয়ী হয়। মাধ্যমিক বিদ্যালয়ে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ে জামালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।