News71.com
 Bangladesh
 23 Feb 18, 09:37 AM
 1102           
 0
 23 Feb 18, 09:37 AM

সিলেটে চালু হচ্ছে ভারতীয় হাইকমিশন অফিস

সিলেটে চালু হচ্ছে ভারতীয় হাইকমিশন অফিস

নিউজ ডেস্কঃ ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, আগামী দুই মাসের মধ্যেই সিলেটে ভারতীয় হাইকমিশনের শাখা অফিস হবে। এখান থেকেই সিলেটের লোকজন সহজে ভিসা নিতে পারবেন। তাদেরকে আর ঝামেলা পোহাতে হবে না। আজ শুক্রবার সিলেটের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।হর্ষবর্ধন আরো বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটি দিন দিন আরো উন্নত হচ্ছে। দুই দেশই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে একযোগে কাজ করছে।ইসকন, সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, ভারতীয় হাইকমিশনের কর্মাশিয়াল সেকেন্ড সেক্রেটারি শিশির কটারী, সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবজিৎ সিনহা প্রমুখ। ভারতীয় হাইকমিশনার ইসকন মন্দিরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন। ভারতের অর্থায়নে ইসকন মন্দিরে নির্মাণাধীন ছাত্রাবাসের জন্য এক কোটি টাকার চেকও হস্তান্তর করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন