News71.com
 Bangladesh
 15 Mar 18, 11:58 AM
 1084           
 0
 15 Mar 18, 11:58 AM

সুনামগঞ্জের দিরাই মাঠে একই সময়ে ওরস ও ওয়াজ মাহফিলের ঘোষনা, উত্তেজনা  

সুনামগঞ্জের দিরাই মাঠে একই সময়ে ওরস ও ওয়াজ মাহফিলের ঘোষনা, উত্তেজনা   

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মাঠে একই সময়ে ওয়াজ মাহফিল ও ওরসের আয়োজন করা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। দুই আয়োজক পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।জানা গেছে, ভাটিপাড়া গ্রামের একই মাঠে ইব্রহিম শাহ’র ওরস আয়োজন করা হয়েছে।এর বিরুদ্ধে স্থানীয় ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। এই কমিটি ওরসের বিরুদ্ধে ইসলামবিরোধী কার্যকলাপের অভিযোগ আনে।তারা প্রতিবাদ সমাবেশেরও আয়োজন করে।ওরসের বিরুদ্ধে ভাটিপাড়া ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা অবস্থান নেওয়ায় লোকজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।ভাটিপাড়া ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি ওরসের বিরুদ্ধে অবস্থান নিয়ে একই দিনে একস্থানে তাফসিরুল কোরআন সম্মেলন করার ঘোষণা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়ন করা হয়েছে।১৪৪ ধারা ভঙ্গের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এখনও পুরো পরিস্থিতি শান্ত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন