নিউজ ডেস্কঃ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে এই ৪০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। আজ শনিবার দুপুর ১২টায় দুবাই থেকে সিলেটে আসা বিমানের ভেতর এ স্বর্ণ পাওয়া যায়। বারগুলোর ওজন প্রায় ৪ কেজি ৬০০ গ্রাম বলে জানাচ্ছেন কর্মকর্তারা। ওসমানী বিমানবন্দরের সিকিউরিটি ইনচার্জ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,বিজি২৪৮ ফ্লাইটটি অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে একটি সিটের নিচে তল্লাশি করে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।