News71.com
 Bangladesh
 06 Apr 18, 03:12 AM
 1123           
 0
 06 Apr 18, 03:12 AM

শাহজালাল বিমানবন্দরে আড়াই কোটি টাকার সোনা জব্দ।।

শাহজালাল বিমানবন্দরে আড়াই কোটি টাকার সোনা জব্দ।।

 

নিউজ ডেস্কঃ শাহজালাল বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে আনুমানিক আড়াই কোটি টাকা মূল্যের প্রায় পাঁচ কেজি সোনা জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। এসময় মো. মর্তুজা আলী আনসারী নামে ৬৩ বছর বয়সী ওই যাত্রীকে আটক করা হয়েছে। আটক মর্তুজা আলী আনসারী (৬৩) রাজধানীর গুলশানের ০৭ নং রোডের ০৭ নং হাউজের বাসিন্দা। তার বাবার নাম মো. ইব্রাহিম ও মায়ের নাম সালমা বেগম। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়,সিঙ্গাপুরের চেঙগায় বিমানবন্দর থেকে আগত ফ্লাইট নং-এসকিউ ৪৪৬-তে আনুমানিক ৫ কেজি সোনা (১০০ গ্রাম বার,মোট ৫০টি) আসছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শুল্ক গোয়েন্দার সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করলে তল্লাশি চালান তারা। এসময় G 31 -এর যাত্রী ৬৩ বছর বয়সী মো. মর্তুজা আলী আনসারীর কাছ থেকে ওই সোনা উদ্ধার করা হয়। তিনি নিজের অন্তর্বাসে সোনার বারগুলো লুকিয়ে রেখেছিলেন। ওই যাত্রী বিমানে হুইল চেয়ারে করে আসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন