নিউজ ডেস্কঃ সুনামগঞ্জে 'পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ' প্রতিষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে তাদের আয়োজনে এক আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়েছে। আজ সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। পীর ফজলুর রহমান তার বক্তব্যে বলেন,সংস্কৃতি ও প্রকৃতির দিক দিয়ে বাংলাদেশের অপার সম্ভাবনাময় জেলা সুনামগঞ্জ। কিন্তু শিক্ষার হারের দিক দিয়ে এ জেলা এখনো অনেক পিছিয়ে। কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যাপারে জানাতে ও উৎসাহ দিতে এ ধরনের সংগঠন আরো আগে থেকেই প্রয়োজন ছিল। তিনি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের কার্যক্রমের সাফল্য কামনা করেন।
মুক্তিযোদ্ধা ও আইনজীবী অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,সাবেক অধ্যক্ষ অধ্যাপক পরিমল কান্তি দে,জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামসুল আবেদীন। বুয়েটের শিক্ষার্থী আবু সাদাত সায়েম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়রা আঞ্জুমী নাবিলার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা চুয়েটের আশফাক জাহান তানজিম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাহবুবুর রহমান তাহমিদ। আলোচনার পর ২০১৭-১৮ সেশনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৫০জন শিক্ষার্থীকে ক্রেস্ট দেওয়া হয়। সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দুই ঘণ্টাব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, পুঁথিপাঠ ও নাটক অন্তর্ভুক্ত ছিল।