নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৮-১৯ অর্থবছরের জন্য ১৩০ কোটি ৪৫ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। গত বছর এ বাজেটের পরিমাণ ছিল ১০৩ কোটি ৬১ লাখ টাকা।আজ বুধবার দুপুর ১টার দিকে এই বাজেট ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।ঘোষিত বাজেট থেকে জানা যায়, ২০১৮-১৯ অর্থ বছরের মোট ১৩০ কোটি ৪৫ লাখ টাকার বাজেটের মধ্যে বেতন ও ভাতা খাতে ৮০ কোটি ৪৫ লাখ বরাদ্দ দেয়া হয়েছে যা গত অর্থ বছরে ছিল ৭৬ কোটি ৭০ লাখ টাকা। পেনশন মঞ্জুরি খাতে ১২ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে যা গতবার ছিল ১৪ কোটি টাকা। সরবরাহ ও সেবা খাতে ২৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে যা গতবার ছিল ২২ কোটি ৫৫ লাখ টাকা। মেরামত ও সংরক্ষণ খাতে ২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে যা গতবার ছিল দেড় কোটি টাকা। গবেষণা মঞ্জুরি খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৬০ লাখ টাকা যা গতবার ছিল ৬০ লাখ টাকা, মেরামত মঞ্জুরি খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৩৫ লাখ টাকা যা গতবার ছিল ৩৫ লাখ টাকা। মূলধন মঞ্জুরি খাতে বরাদ্দ দেয়া হয়েছে ১১ কোটি ৪৫ লাখ যা গতবার ছিল ৭ কোটি টাকা।