News71.com
 Bangladesh
 01 Jul 18, 08:40 AM
 1814           
 0
 01 Jul 18, 08:40 AM

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ে মৌলভীবাজারের লাউয়াছড়ায় ট্রেন লাইনের ওপর থেকে উপড়ে পড়া গাছ সরিয়ে ফেলায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। উদ্ধাকর্মীরা বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রেল লাইন থেকে গাছ সরিয়ে ফেললে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে টিলার একটি গাছ উপড়ে রেল লাইনের ওপর পড়ে।

সিলেট-আখাউড়া রেলপথের শ্রীমঙ্গল রেলস্টেশন সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টা ৪৫মিনিটের দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লাউয়াছড়া উদ্যানের পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় আকস্মিকভাবে একটি বড় গাছ ভেঙে পড়ে রেল লাইনের ওপর । এরপর থেকে পাহাড়ি এলাকায় যাত্রীবাহী পাহাড়িকা ট্রেনটি আটকা পড়ে। এতে এসব ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাংবাদিকদের বলেন, ‘লাউয়াছড়া উদ্যানের ২৯৩/৭-৮ কিলোমিটারের ভেতরে রেললাইনের ওপরে গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ৫টা ২০মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন