News71.com
 Bangladesh
 20 Jun 19, 07:29 PM
 1266           
 0
 20 Jun 19, 07:29 PM

সুনামগঞ্জে গাড়ি পার্কিং নিয়ে সংঘর্ষ॥ যুবক নিহত

সুনামগঞ্জে গাড়ি পার্কিং নিয়ে সংঘর্ষ॥ যুবক নিহত

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের পাগলা বাজারে গাড়ি পার্কিং নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। আজ বৃহস্পতিবার দুপুরে পাগলা বাজার এলাকার রায়পুর ও কান্দিগাঁও গ্রামবাসীর মধ্য সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত শাহানুর মিয়া (১৭) রায়পুর গ্রামের বুরহান মিয়ার ছেলে। স্বজনরা আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশের ময়না তদন্ত করানো জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন