News71.com
 Bangladesh
 24 Jun 19, 11:44 AM
 1170           
 0
 24 Jun 19, 11:44 AM

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭, আহত ২৫০॥ কারন জানতে রেলওয়ের তদন্ত কমিটি  

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭, আহত ২৫০॥ কারন জানতে রেলওয়ের তদন্ত কমিটি   

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সেতু ভেঙে আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের ৫টি বগি লাইনচ্যুতের ঘটনায় মৃতের সংখ্যা ৭ দাড়িয়েছে। আর এ ঘটনায় কমপক্ষে আরও ২৫০ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলোর মধ্যে মধ্যে একটি বগি ব্রিজের নিচে পড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আর দু'টি বগি পাশের ধানক্ষেতে পড়েছে। এতে ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৫০ জন যাত্রী আহতে হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। গতকাল রোববার (২৩ জুন) রাত পৌনে ১২টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় উপজেলার বরমচাল রেলক্রসিং এলাকার অদূরে এই দুর্ঘটনা ঘটে।জেলা পুলিশ সুপার মো. শাহ জালাল ঘটনাস্থল পরিদর্শন শেষে ৭ জন নিহতের তথ্য নিশ্চিত করেন।এর মধ্যে তিন নারী ও চারজন পুরুষ রয়েছে।এদিকে দুর্ঘটনাকবলিত স্থানে দমকলবাহিনীর ১২টি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। তাদের সহযোগিতা করছে পুলিশ।এতে আরও কয়েকজন নিহত ও শতাধিক যাত্রী আহতের খবর জানিয়েছে স্থানীয় সূত্র। নদীতে ছিটকে পড়া বগি থেকে মানুষের আর্তনাদ ভেসে আসতে শুনেছেন বলে জানিয়েছেন একাধিক যাত্রী।

এদিকে মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার সকালে এই তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম এই তথ্য জানান।রফিকুল আলম বলেন, উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্বাঞ্চল) মো. মিজানুর রহমানকে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন