নিউজ ডেস্কঃ সিলেট নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মহাজনপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ক্রোকারিজের দুটি গোডাউন ও কলোনির ৮টি ঘর। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। তবে ফায়ার সার্ভিসের হিসেবে ক্ষতির পরিমাণ ৪৫ লাখ টাকা। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বেলা ২টার দিকে মহাজনপট্টির কুশিয়ারা রেস্ট হাউসের পেছনে একটি ক্রোকারিজের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। কয়েক মিনিটের মধ্যে পাশ্ববর্তী আরেকটি গোডাউনে ছড়িয়ে পড়ে আগুন। এরপর আগুন ছড়িয়ে পড়ে পাশের দুদু মিয়ার কলোনিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট অন্তত তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে দুই গোডাউন ছাড়াও কলোনির আরও ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।