নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। নিহতের নাম মোছা. আনোয়ারা বেগম (৫৫)। সে ইউনিয়নের হরিপুর গ্রামের মো. ফয়জুর রহমানের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ সোমবার দুপুর ২টায় হরিপুর গ্রামের ফকির মেম্বার ও উকিল আলীর মধ্যে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মো. ফকির আলীর পক্ষের মোছা. আনোয়ার বেগম ঘটনাস্থলেই নিহত হন এবং উভয়পক্ষের ১৫ জন আহত হন।
এ ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুণ অর রশিদের নেতৃত্বে তাৎক্ষণিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় জড়িত সন্দেহে ৬জনকে আটক করে। দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুণ অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে।