News71.com
 Bangladesh
 05 Sep 19, 10:39 AM
 955           
 0
 05 Sep 19, 10:39 AM

পাহাড়িকার ইঞ্জিন বগিতে উঠায় ৬ যাত্রী কারাগারে ।।

পাহাড়িকার ইঞ্জিন বগিতে উঠায় ৬ যাত্রী কারাগারে ।।

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনে পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন বগিতে উঠায় ৬ যাত্রীকে আটকের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানো হয়। আটক যাত্রীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খড়মপুর গ্রামের চান্দ মিয়ার ছেলে রবিউল মিয়া (১৭), হবিগঞ্জ সদর উপজেলার মিঠুর চক গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে রাজু মিয়া (২৪), একই উপজেলার তেতৈয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে শাহবাজ মিয়া (১৯), জগতপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে শাহবাজ মিয়া (১৯), হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের সমর বুনার্জীর ছেলে সমীরণ বুনার্জী (৪৫) ও মাদারীপুর জেলার বাঙ্গুরা উপজেলার শহীদুল শেখের ছেলে ফয়সল শেখ (১৮)।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান, বুধবার বিকেলে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ এসে পৌঁছালে ওই যাত্রীরা ইঞ্জিন বগিতে উঠে রওনা হন। খবর পেয়ে জিআরপি পুলিশ তাদের আটক করে। পরে সন্ধ্যায় আটক ৬ জনকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে গত ৩১ আগস্ট শায়েস্তাগঞ্জ জংশন থেকে চট্টগ্রামগামী উদয়ন ও ঢাকাগামী উপবন এক্সেপ্রেসের ছাদে চড়ায় আরও ১৪ জনকে আটকের পর কারাগারে পাঠায় পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন