নিউজ ডেস্কঃ টোল আদায়ে অনিয়ম খতিয়ে দেখতে সিলেটের ফেঞ্চুগঞ্জ-কুশিয়ারা সেতুর টোলপ্লাজায় অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে পরিচালিত অভিযানে দুদক কর্মকর্তারা টোলপ্লাজার বৈধতা, টোল আদায়ের হিসাব এবং কর্মরতদের নিয়োগের বৈধতা যাচাই করেন। এসময় টোলবক্সের দায়িত্বরত ম্যানেজার শহিদুল ইসলামকে বিভিন্ন অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। দুদকের সিলেট আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক মোস্তফা বুরহান উদ্দিন আহমেদ বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে এবং আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। ‘টোলপ্লাজার রেজিস্ট্রার খাতায় টাকার হিসাব সংরক্ষণ, টোল ভাউচার ব্যবহার ও সাব টোলবক্সের অনিয়মও খতিয়ে দেখা হয়েছে।’ অভিযানে দুদকের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।