News71.com
 Bangladesh
 24 Sep 19, 11:38 AM
 891           
 0
 24 Sep 19, 11:38 AM

দিরাইয়ে তথ্য অধিকার আইনে দুটি আপীল দাখিল

দিরাইয়ে তথ্য অধিকার আইনে দুটি আপীল দাখিল

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার কাইমা কমিউনিটি ক্লিনিকে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে না পেয়ে দিরাই উপজেলা নির্বাহী অফিসার এর কাছে আপীল করেছেন, কাইমা গ্রামের বাসিন্ধা দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু ছালিম।

আবু ছালিম আপীলে উল্লেখ করেন, বিগত ১৫ আগস্ট  ২০১৯ খ্রিঃ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, কাইমা কমিউনিটি ক্লিনিক দিরাই, সুনামগঞ্জ  এর বরাবরে আমি জানতে চাই ২০১৪ খ্রিস্টাব্দ থেকে ২০১৯ খ্রিস্টাব্দের ৩০ জুন পর্যন্ত রোগীদের কাছ থেকে কত টাকা আদায় করা হয়েছে।

২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯ অর্থ বছরে অর্থ বছর অনুযায়ী কত টাকা খরচ করা হয়েছে তার রেজুলেশন ও খরচের খাত অনুযায়ী বিল ভাউচার চাই। তথ্য না পেয়ে আজ আপীল করলাম।

একে কুদরত পাশা আপীলে উল্লেখ করেন, : বিগত ১৫ আগস্ট  ২০১৯ খ্রিঃ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, কাইমা কমিউনিটি ক্লিনিক দিরাই, সুনামগঞ্জ  এর বরাবরে আমি জানতে চাই ২০১৪ খ্রিস্টাব্দ থেকে ২০১৯ খ্রিস্টাব্দের জুলাই মাস পর্যন্ত কাইমা কমিউনিটি ক্লিনিকে কত জন মা প্রসব করেছেন। সিএসবি কতটি প্রসব করিয়েছেন এবং সিএইচপি কতটি প্রসব করিয়েছেন। কত জন মা মারা গেছেন, কতটি শিশু মারা গেছে।

কাইমা কমিউনিটি ক্লিনিকে ২০১৮-২০১৯ অর্থ বছরে বিনা মূল্যে বিতরণের জন্য কতটি মনিমিক্স দেওয়া হয়ছে? কতটি বিতরণ করা হয়েছে? কাকে বিতরণ করা হয়েছে তার বসয় ঠিকানা সহ জানতে চাই। তা না পেয়ে আজ আপীল করলাম। আশা করি আপীল কর্তৃপক্ষ তথ্য পেতে সহযোগিতা করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন