নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের প্রান্তিক জনপদ তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর উৎসমুখটি হাওর অঞ্চলের অনেক মাছের প্রধান প্রজননকেন্দ্র। তাছাড়া, এ নদীর রূপ-সৌন্দর্য আর প্রাকৃতিক সম্পদের কারণে সুনামগঞ্জ জেলার রয়েছে বিশেষ অর্থনৈতিক গুরুত্ব। কিন্তু, সীমান্ত অঞ্চলে যাদুকাটা নদীর উৎসমুখে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করা হচ্ছে। এ কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। শনিবার (২৮ সএপ্টম্বর) যাদুকাটা নদীতে বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে পবার উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়। পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট সুজা আহমেদ, কৃষকলীগ সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রোকন, যুক্তরাজ্য যুবলীগের নেতা জাকেরী রেজা জয় সহ আরও অনেকে ।