News71.com
 Bangladesh
 29 Sep 19, 11:04 PM
 890           
 0
 29 Sep 19, 11:04 PM

তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৫॥

তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৫॥

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা সংলগ্ন যাদুকাটা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার বাদাঘাট ইউনিয়নের বারেকটিলা গ্রামের আলাউদ্দিনের ছেলে লোকমান (১৮), কিতাব আলীর ছেলে মনির হোসেন (২৫), গারোহাটি গ্রামের আব্দুল মজিদের ছেলে জুয়েল মিয়া (১৯), দশঘর গ্রামের আইয়ুব আলীর ছেলে স্বপন মিয়া (২৫), ও টেকেরঘাট ইউনিয়নের চাঁনপুর গ্রামের কাছা মিয়া ছেলে কুদরত আলী (২৪)।সুনামগঞ্জ-২৮ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল আলম বলেন, যাদুকাটা নদীর সীমান্ত পিলার ১২০৩/৩ এস এর কাছ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ওই পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়। আটকদের নামে তাহিরপুর থানায় মামলা দায়ের করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন