নিউজ ডেস্কঃ হবিগঞ্জ শহরে প্রভাব দেখিয়ে উচ্ছেদ কার্যক্রমে বাধা দেয়ার দায়ে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে এ দণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান। দণ্ডিত ফখরুদ্দিন চৌধুরী শহরের সার্কিট হাউজ রোড এলাকার জালাল উদ্দিন চৌধুরীর ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান জানান, শহরের পুরাতন খোয়াই নদীর উচ্ছেদ কার্যক্রমের পরিমাপের সময় প্রভাব দেখিয়ে সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলার দায়ে ফখরুদ্দিনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। তাৎক্ষণিক তাকে কারাগারে পাঠানো হয়। নদীর আশপাশে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।