নিউজ ডেস্কঃ সিলেটে চালু হয়েছে ট্যুরিস্ট বাস সার্ভিস। মঙ্গলবার নগরীর জিন্দাবাজারে বাস সার্ভিসটির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সিলেট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে চালু হওয়া দুটি বাসে এসি ও ওয়াইফাই রয়েছে। এর মধ্যে একটিতে আসন সংখ্যা ২২টি ও অপরটিতে ২৪টি আসন রয়েছে। আগামীতে আরো ছয়টি বাস চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাতায়াত করবে এসব বাস। উদ্বোধনীতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, পর্যটন বিভিন্ন দেশের আয়ের অন্যতম উৎস। আমাদের পাশের দেশ থাইল্যান্ডের জিডিপির ২৩ ভাগ আসে পর্যটন খাত থেকে। কিন্তু আমাদের জিডিপিতে পর্যটনের অবদান মাত্র ০.০০৫ ভাগ। দেশে পর্যটন বিকাশের যথেষ্ট সুযোগ আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অবকাঠামোগত দিক ঠিক না থাকায় আমরা উন্নতি করতে পারিনি। তবে সুখের বিষয় হচ্ছে, সিলেটে দুটি ট্যুরিস্ট বাস চালু হয়েছে। তিনি বলেন, পুরো সিলেট নগরী ওয়াইফাই জোনের আওতায় আনা হচ্ছে। কিছুদিনের মধ্যেই সব মানুষ সুবিধাটি পাবে। তখন পর্যটকদের জন্যও আরো সুবিধা হবে।