সাইফ উল্লাহ, সুনামগঞ্জ: সুনামগঞ্জর ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই কাজী বাজারে দোকানদারের বিরুদ্ধে হরমোন ট্যাবলেট ও একই জাতিয় বিভিন্ন কম্পানীর হরমোন ট্যাবলেট বিক্রয়ের অভিযোগ উঠেছে বলে জানাযায়। আজ রবিবার সকালে স্থানীয়রা জানান, মা ভ্যারাইটিজ স্টোর, কাজীর বাজার, সুনই, পাইকুরাটি, ধর্মপাশা, সুনামগঞ্জ। প্রো: আবদার আলী (রসুল মিয়া) সুনই গ্রামের মৃত মুকসুদ আলীর ছেলে। একই গ্রামের যুবক মোহাম্মাদ আলী (৩৮), মেহেদী হাসান ডালি (২৯), আরমান আল রাব্বী (২৬) প্রতিবেদক জানান, আবদার আলী (রসুল মিয়া) হরমোন ট্যাবলেট, অøীল ভিডিও প্রদর্শন, ২টভিতিে আইপিএল, বিপিএল খেলায় জুয়া সহ অসামাজিক কার্যকলাপ চলছে এতে করে স্হ’ানীয় যুবক, কোমলমতিন শীক্ষার্থীরা বিপদগামী হচ্ছে বলে অভিয়োগ উঠেছে। অভিযুক্ত আবদার আলী (রসুল মিয়া) বলেন, আমার দোকানে এই সব কিছু নাই। এব্যাপারে পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন, স্হানীয় ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বলেছেন মা স্টোরে অসামাজিক কার্যকলাপ করে, যদি কোন অবৈধ কাজ করে তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।