News71.com
 Bangladesh
 04 Feb 20, 06:36 PM
 847           
 0
 04 Feb 20, 06:36 PM

দক্ষীণ সুনামগঞ্জে আবাসন ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন - বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান

দক্ষীণ সুনামগঞ্জে আবাসন ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন - বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি::
 
দক্ষীণ সুনামগঞ্জে আবাসন ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন - বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাধীন দামোদরুটপিতে স্থাপিত আশ্রয়ন প্রকল্পের জায়গা সরেজমিন পরিদর্মন করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। এ  সমেয় উপস্থিত  সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, মোঃ মিজানুর রহমান পিপিএম (সেবা), পুলিশ সুপার, সুনামগঞ্জ,  মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশসাক (রাজস্ব) সুনামগঞ্জ, মোঃ ফারুক আহমদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ দক্ষিন সুনামগঞ্জ, জেবুননাহার শাম্মী উপজেলা নির্বাহী অফিসার দক্ষিণ সুনামগঞ্জ, সৈয়দা শমসাদ বেগম,  সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ সুনামগঞ্জ,  মোঃ হারুন অর রশীদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা দক্ষিণ সুনামগঞ্জ থানা, মোঃ নুরুল হক চেয়ারম্যান পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ,  মোঃ আক্তার হোসেন চেয়ারম্যান পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ, ডাঃ মোঃ জসিম উদ্দিন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দক্ষিণ সুনামগঞ্জ সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য দামোদরতপী মৌজায় ১ নং খাস খতিয়ানে ৪৩৯ গাগের মোট ২৫.৪২ একর ভূমি মধ্যে ১.৫০ একর মৌজায় আশ্রয়ন প্রকল্প-২ বাস্তবায়ন করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন