News71.com
 Bangladesh
 04 Feb 20, 06:43 PM
 873           
 0
 04 Feb 20, 06:43 PM

ধর্মপাশায়  ড্রেজার দিয়ে ফসলি জমিথেকে মাটি কেটে নেওয়ার  অভিযোগ    

ধর্মপাশায়  ড্রেজার দিয়ে ফসলি জমিথেকে মাটি কেটে নেওয়ার  অভিযোগ     

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের ধর্মপাশা  উপজেলার অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পাইকুরাটি গাছতলা বাজার সংগ্ল ড্রেজার দিয়ে মাটি  উত্তোলন করে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল।

সোমরার  দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলা গাছতলা     বাজারের পৃর্বপাশে   সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে ফসলি জমির মাটি ড্রেজার (খননযন্ত্র) দিয়ে কেটে অন্যত্র বিক্রি করে দিচ্ছে গাছতলা বাজাারে  বাসিন্দা মো. ফেরদৌসু ও নূূরে আলমসহ কয়েকজনের একটি চক্র। ওই এলাকার কয়েকজন কৃষকের  সঙ্গে কথা বলে জানা গেছে, মো. ফেরদৌস মিয় ও নূরে আলমসহ একদল ভূমিদস্যুরা ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করছে  । এতে এলাকার ফসলি জমি বিনষ্টের পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।  এসব জমিতে এখন আর চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। এভাবে মাটি উত্তোলন  করায় ফসলি  জমিতে বড় গর্ত সৃষ্টি হয়েছে। তাছাড়া  ভূমিদস্যুদের  ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এ ব্যাপারে জানতে চাইলে মো. ফেরদৌস বলেন, ‘  আমার নিজের জমিতেই  ড্রজার বসিয়ে মাটি তোলে বিক্রি করছি । এতে  কারো কোন ক্ষতি হবে না।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বীহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন,  একটি প্রভাবশালী  মহল ফসলি  থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করছে বলে অভিযোগ পেয়েছি। তবে   শিঘ্রই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মধ্যমে  প্রোয়জনীয় ব্যবস্তা গ্রহণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন