সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ উদ্যোগে হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক আলহাজ্ব এম নবী হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী আনিসুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জেলা যুবলীগ সদস্য আবুল আজাদ, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি শিরিন তালুকদার। উপজেলার ৬৯টি পিআইসির মধ্যে হালির হাওড়ের ২৮টি প্রকল্পের বাঁধ নির্মান কাজের অগ্রগতির লক্ষে ৪২ থেকে ৬১নং পিআইসির বাঁধ পরিদর্শন কালে ৪৮, ৫৫, ৫৬, ৫৯ নং বাঁধের কাজ শুরু না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নির্দিষ্ট সময় সীমার আর মাত্র ২১দিন বাকি। এই সময়ের ভিতরে মাটির কাজ সহ প্রয়োজনীয় ঘাস, বস্তা, ড্রেজিং, জিও টেক্সটাইল বসানোর কাজ সম্পন্ন করতে হবে। অনেকেই মেশিন সংকটে আছে, কোন কোন মেশিন বিকল হয়ে পড়ে আছে। এহেন সংকট দূরী করে অতিসত্তর যে কোন মূল্যে নির্দিষ্ট সময়ে কাজ করার তাগিদ দেন। অন্যতায় নীতিমালা লংঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের উদ্দ্যেগ নেবে কতৃপক্ষ।