News71.com
 Bangladesh
 08 Feb 20, 10:42 AM
 851           
 0
 08 Feb 20, 10:42 AM

সুনামগঞ্জ ১২লাখ টাকা ব্যয়ে ৯৭টি অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ 

সুনামগঞ্জ ১২লাখ টাকা ব্যয়ে ৯৭টি অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ 
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: ২০১৯-২০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন(টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিকা) কর্মসূচীর আওতায় প্রথম পর্যায়ে প্রায় সাড়ে ১২লাখ টাকা ব্যয়ে ৯৭টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে সোলার প্যানেল(সৌরবিদ্যুৎ) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিতরণ কার্যক্রমের  উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল। সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ,সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু,সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আজ শহর ও গ্রামগঞ্জের মধ্যে বৈষম্য দূর করে অন্ধকার গ্রামগুলোকে বিদ্যুৎতের আলোয় আলোকিত করে শহরে পরিণত করেছেন। এই সরকার আমলে বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদিত হ”েছ ২০ হাজার মেগাওয়াটের উপরে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন