News71.com
 Bangladesh
 19 Apr 20, 10:48 AM
 870           
 0
 19 Apr 20, 10:48 AM

বাংলাদেশ রেলওয়ের তুঘলকি কারবার॥ লকডাউন অমান্য করে যাত্রী নিয়ে সিলেটে ট্রেন

বাংলাদেশ রেলওয়ের তুঘলকি কারবার॥ লকডাউন অমান্য করে যাত্রী নিয়ে সিলেটে ট্রেন

নিউজ ডেস্কঃ লকডাউনের মধ্যে শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে সিলেটে আসে তিন বগীর একটি ট্রেন। কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার জন্য রেলওয়ের বিভাগের অনুমতি নিয়ে ঢাকা থেকে ২২ জন স্টাফসহ ৫৫ জন যাত্রী সিলেট স্টেশনে নামে বলে জানান সিলেট স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান।এদিকে খবর পেয়ে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ঘটনা তদন্তে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্টেশন টিম পাঠান।স্টেশনের সিসি ক্যামেরায় ধরা পড়ে ৫৫জন যাত্রী স্টেশনে আসে। অথচ রেলওয়ে কর্তৃপক্ষ ভোলাগঞ্জ ও সিলেট স্টেশনের জন্য ২২ জন লোকবলের হিসেব দিয়েছে। কিন্তু বাকী যাত্রীরা কোথা থেকে এলেন তার কোনো উত্তর দিতে পারেনি সিলেট ষ্টেশনের ম্যানেজার খলিলুর রহমান।আর তাই অতিরিক্ত যাত্রী নিয়ে এবং লকডাউনের মাঝে সিলেট আসায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।একই সাথে লকডাউনের মাঝে ভবিষ্যতে এ ধরণের ট্রেন আসার আগে জেলা প্রশাসনকে অবহিত করার জন্য রেলওয়ে মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়।উল্লেখ্য, রেলওয়ে পূর্বাঞ্চলের এক ঊর্ধ্বতন কর্মকর্তার জন্য পহেলা বৈশাখের ইলিশ আনতে একটি স্পেশাল ট্রেন চট্টগ্রাম থেকে চাঁদপুর গিয়েছিল বলে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) একটি জাতীয় দৈনিকের অনলাইনে খবর প্রকাশিত হয়। প্রায় ২৫ কেজি ইলিশ মাছ আনতে ট্রেনে রেলওয়ে পূর্বাঞ্চলের ২৫ কর্মকর্তা-কর্মচারীও ছিলেন বলে খবরে বলা হয়েছিলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন