News71.com
 Bangladesh
 21 Apr 20, 06:10 PM
 998           
 0
 21 Apr 20, 06:10 PM

জামালগঞ্জে ত্রাণের বিনিময়ে ধান কাটা

জামালগঞ্জে ত্রাণের বিনিময়ে ধান কাটা
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা ফেনারবাক ইউনিয়নে বিভিন্ন হাওরে ত্রাণের বিনিময়ে ধান কাটা হয়েছে। মঙ্গলবার দিন ব্যাপী ফেনারবাক ইউনিয়নে উপজেলা প্রশাসন ও ফেনারবাক ইউপি চেয়ারম্যান এর যৌথ উদ্যোগে ত্রাণের বিনিময় ধান কাটা হয়। জানাযায়, জামালগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা প্রিয়াংকা পাল ও ফেনারবাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদারের যৌথ উদ্যোগে ত্রাণের বিনিময়ে ১৫ কেয়ার জমি দান বিনামুল্যে কেটে দিলেন। এতে কৃষকের কোন টাকা লাগেনী। উপজেলা প্রশাসন ৫০ কেজি চাল, ১টি করে গামছা, ও ইউপি চেয়ারম্যান নগদ ৫শত টাকা দিয়ে কৃষকের বোর জমির ধান কেটে দিলেন। এতে ছাত্র, কৃষক, ব্যবসায়ী ধান কাটায় অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল এর নেতৃত্বে ত্রাণের বিনিময়ে ধান কাটা শুরু করা হয়েছে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, ফেনারবাক ইউপি সচিব অজিত কুমার রায় প্রমূখ।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন