নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস পরিস্থিতিতে বিশেষ ফ্লাইটে ১৪৬ ব্রিটিশ নাগরিক আজ সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে (বিজি-৪০০৬) সিলেট ছেড়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টায় বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বেলা ১১টা ২০ মিনিটে ১৪৬ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।
সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৪৬ ব্রিটিশ নাগরিক নিয়ে বিমানের শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সেখান থেকে ব্রিটিশ এয়ারে ওয়েজের একটি ফ্লাইটে তাদের ঢাকা ত্যাগ করার কথা। সূত্র জানায়, ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া ব্রিটিশ নাগরিকদের নিতে বিমানের আরও তিনটি ফ্লাইট ২৩, ২৫ ও ২৬ এপ্রিল পরিচালনা করা হবে বলে সূত্র জানায়। পাসপোর্টধারী যাত্রীরা ২০ কেজি করে মালামাল নিতে পারছেন।