নিউজ ডেস্কঃ হবিগঞ্জে নতুন করে আরও ২১ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এতে জেলায় ৪৭।আক্রান্ত হওয়া মধ্যে প্রশাসনের একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ চারজন, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের একজন চিকিৎসক, দুইজন নার্স, দুইজন ব্রাদার, দুইজন প্যাথলজিস্ট, দুইজন অ্যাম্বুলেন্স ড্রাইভার ও দুইজন ঝাড়ুদার করোনা শনাক্ত হন।আক্রান্তরা অধিকাংশই হবিগঞ্জ জেলা শহরের বলে জানা গেছে।এদিকে হবিগঞ্জে করোনায় পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাত ৮টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে শিশুটি মার যায়। এর কয়েকঘণ্টা হবিগঞ্জ থেকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।শিশুটি চুনারুঘাট চা বাগানের এক শ্রমিকের সন্তান। শিশুটি করেনায় আক্রান্ত হওয়ার পূর্বেই মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত ছিল বলে পারিবারিক সূত্রে জানা যায়।