News71.com
 Bangladesh
 27 Apr 20, 11:06 AM
 975           
 0
 27 Apr 20, 11:06 AM

চোরাচালানে সংশ্লিষ্টতার দায়ে কোম্পানীগঞ্জ থানার ওসিসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার॥

চোরাচালানে সংশ্লিষ্টতার দায়ে কোম্পানীগঞ্জ থানার ওসিসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার॥

নিউজ ডেস্কঃ অবৈধ ভাবে পাথর উত্তোলন ও ভারতীয় গরু পাচার করানোর দায়ে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানুসহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছেন জেলা পুলিশ।প্রত্যাহার হওয়া অন্য পুলিশ সদস্যরা হলেন- কোম্পানীগঞ্জ থানার এসআই রাজীব চৌধুরী, এএসআই মাহফুজ ও সিরাজুল ইসলাম।রোববার (২৬ এপ্রিল) সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন ওসি সজল কুমার কানুকে প্রত্যাহার করেন। এর আগে, অপর এক আদেশে এসআই রাজীব, এএসআই মাহফুজ ও সিরাজুল ইসলামকে প্রত্যাহার করেন। ওসিসহ ৪ জনকেই জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।জানা গেছে, টাকার বিনিময়ে দেশে অবৈধভাবে ভারতীয় গরু পাচার নিয়ে ও পরিবেশ ধ্বংস করে গভীর রাত পর্যন্ত অবৈধভাবে পাথর উত্তোলনের বিষয়ে ওসির বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।পরে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে পুলিশ প্রশাসন। অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুল আলমকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্য হলেন জেলা গোয়েন্দা শাখার এএসপি মো. আনিসুর রহমান। তদন্ত কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন পেশ করতে নির্দেশ দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন