নিউজ ডেস্কঃ একটি ওষুধের গাড়িতে করে নারায়ণগঞ্জ থেকে সিলেটের বিশ্বনাথে চলে এসেছেন ১৩ জন। তারা বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোরে লুকিয়ে উপজেলায় প্রবেশের সময় জনতার হাতে আটকা পড়েন।পরে বিশ্বনাথ থানার একদল পুলিশ দ্রুত গিয়ে ওই গাড়ির ভেতর থেকে ১৩ নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে।এদিকে নারায়ণগঞ্জ থেকে এই সময়ে এদের আসা নিয়ে বিশ্বনাথজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বিশ্বনাথ থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সেহরির সময় ওই এলাকায় একটি ভ্যান প্রবেশ করলে স্থানীয় জনতা তার গতিরোধ করেন। কাভার্ড ভ্যানটি ঢাকার নারায়ণগঞ্জ থেকে ১৩ জন যাত্রী নিয়ে আসে। ভ্যানটি হচ্ছে, মেসার্স রূপা এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ড, ১৪-৬০২৪)।এ সময় স্থানীয়দের সন্দেহ হলে ভ্যানটি আটক করে তারা পুলিশে খবর দেন। তখন চালক পালিয়ে যান। পরে ভ্যানের দরজা খোলা হলে ভেতর থেকে বেরিয়ে আসেন ৯ জন নারী-পুরুষ ও ৪ শিশু।