News71.com
 Bangladesh
 05 May 20, 10:20 AM
 907           
 0
 05 May 20, 10:20 AM

সিলেট মেডিক্যালের ১৬ ইন্টার্ন চিকিৎসকের করোনা শনাক্ত॥

সিলেট মেডিক্যালের ১৬ ইন্টার্ন চিকিৎসকের করোনা শনাক্ত॥

নিউজ ডেস্কঃ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের (সিওমেক) ৫৩ ব্যাচের সদ্য যোগদান করা ১৬ জন ইন্টার্ন চিকিৎসকের করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়েছে। সোমবার (৪ মে) রাতে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ১৫ জন মেয়ে ও একজন ছেলে রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন। অবশ্য এ বিষয়ে জানতে ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক ও হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়কে ফোন করা হলে তারা ফোন কল রিসিভ করেননি। ১৬ শিক্ষার্থীর করোনা শনাক্তের বিষয়টি জানাজানি হওয়ার পর চিকিৎসকদের ফেসবুক গ্রুপে এ বিষয়ে ব্যাপক আলোচনা চলছে। ওই গ্রুপে একজন চিকিৎসক বিষয়টি নিয়ে লেখেন, ‘সিওমেকের ৫৩তম ব্যাচের নতুন ইন্টার্নদের ১৬ জনের কোভিড-১৯ রিপোর্ট আজ পজিটিভ এসেছে। আশ্চর্যর বিষয় হলো কারোরই কোন সাইন/সিম্পটমস নাই!’ করোনার কোন লক্ষণ না থাকায় তাদের নমুনা আবারও পরীক্ষা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন