নিউজ ডেস্কঃ দিন যত গড়াচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে সিলেট বিভাগে। আক্রান্তের দিক থেকে এগিয়ে থাকা দেশের অন্য বিভাগগুলোকে ছুঁতে চায় উত্তর পূর্বাঞ্চলের এই বিভাগ। একদিন এই জেলায় বেশি, তো অন্যদিন সেই জেলায় বেশি। এক-দুই করে করোনা (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা চক্রাকারে বাড়ছে। আক্রান্তের সংখ্যা এখন আড়াইশ’ ছুঁই ছুঁই। পরিস্থিতির কবে, কখন, কোনদিন, কত সংখ্যায় গিয়ে থামবে, তারও নিরিখ নেই। প্রতিদিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে করোনাভাইরাস আক্রান্ত লোকজনের হিসাব দীর্ঘ হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (০৪ মে) আরো ৫ জনের করোনা পজিটিভ শনাক্তের খবর মিলেছে। হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় প্রতিদিনের ন্যায় এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন ১৬৮ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে ৫ জনের। এরমধ্যে সিলেটে ৩ জন, হবিগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের তথ্যমতে, সোমবারের (০৪ মে) ৫ জন নিয়ে বিভাগে এ পর্যন্ত করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন ১৬৬ জন। এরমধ্যে হবিগঞ্জে ৭৫ জন, সুনামগঞ্জে ৩৬ জন, সিলেটে ৩৬ ও মৌলভীবাজারে ২০ জন।এর আগে শুক্রবার (০১ মে) একদিনে সিলেট বিভাগের ১১৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষায় ৯৯ জনের এবং সিলেটের পিসিআর ল্যাবে ১৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। পরদিন শনিবার (০২ মে) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরো ৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। রোববারে আরো ৯ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়।সব মিলিয়ে গত ৭ এপ্রিল থেকে সিলেট বিভাগে সোমবারের ৫ জনসহ করোনা পজিটিভের সংখ্যা পৌছলো ২৪৩ জনে। তবে ঢাকা থেকে মৌখিকভাবে ৯৯ জন করোনা আক্রান্ত হওয়ার খবর মিললেও ২২ জনের ইমেইল রিপোর্ট এসেছে। বাকি ৭৭ জনের মৌখিক রিপোর্ট পাওয়ায় সেগুলো মূল হিসাবে অন্তর্ভূক্ত করা হয়নি। এই হিসাবের মধ্যে ডা. মঈন উদ্দিনসহ আক্রান্ত ৩ জন মারা গেছেন। এ বিষয়ে ডা. আনিসুর রহমান আরো বলেন, পজিটিভ রোগীর সংখ্যা বাড়বে। আমরা ঢাকার পিসিআর ল্যাব থেকে মৌখিকভাবে জানায় বাকিগুলোর হিসাব কাগজে কলমে অন্তর্ভূক্ত করিনি।