News71.com
 Bangladesh
 06 May 20, 10:45 AM
 922           
 0
 06 May 20, 10:45 AM

হবিগঞ্জে পুলিশ প্রশাসনেও করোনার থাবা॥ নতুন করে আক্রান্ত হলেন আরও ১২জন

হবিগঞ্জে পুলিশ প্রশাসনেও করোনার থাবা॥ নতুন করে আক্রান্ত হলেন আরও ১২জন

নিউজ ডেস্কঃ হবিগঞ্জ জেলায় নতুন করে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আরো ১২ জন। এদের মধ্যে রয়েছেন ৫ পুলিশ সদস্য ও ২ জন স্বাস্থ্যকর্মী। বাকিরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ নিয়ে হবিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জন।হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল মঙ্গলবার (৫ মে) এ তথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের মধ্যে চুনারুঘাট উপজেলার ৫ পুলিশ সদস্যসহ ৮ জন, নবীগঞ্জ উপজেলায় ১ স্বাস্থ্যকর্মীসহ ২ জন এবং বাহুবল ও লাখাই উপজেলায় একজন করে মোট দুইজন। সিলেট থেকে ঢাকার পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষায় এদের করোনা শনাক্ত হয় বলেও জানিয়েছেন তিনি। জেলা স্বাস্থ্য বিভাগের হিসেবে হবিগঞ্জে করোনায় আক্রান্ত ৮৮ জনের মধ্যে নার্স ও স্বাস্থ্যকর্মী ২৫ জন এবং জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫ পুলিশ সদস্যসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ১৫ জন। সেই হিসেবে আক্রান্তদের ৪০ জনই করোনা যোদ্ধা। অন্যান্যরা নানা শ্রেণি-পেশার মানুষ।এদের মধ্যে থেকে চুনারুঘাট উপজেলায় এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সুস্থ হয়েছেন সর্বপ্রথম শনাক্ত হওয়া ব্যক্তি। এছাড়া লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত এক চিকিৎসকের পরপর দু’টি নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে। আর একটি রিপোর্ট নেগেটিভ এলেই তাকে সুস্থ ঘোষণা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন