News71.com
 Bangladesh
 08 May 20, 06:21 PM
 978           
 0
 08 May 20, 06:21 PM

সিলেটে ঈদের আগে খুলছে না কোন মার্কেট-শপিং মল॥

সিলেটে ঈদের আগে খুলছে না কোন মার্কেট-শপিং মল॥

নিউজ ডেস্কঃ সিলেটে ঈদের সময় কোনো শপিং মল বা বিপণী বিতান খোলা না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। শুক্রবার (৮ মে) সিটি করপোরেশনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান তারা।সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু তাহের মো. শোয়েব জানান, পরিস্থিতি বিবেচনায় আগামী ১০ মে থেকে সিলেটের কোনো শপিং মল, মার্কেট ও ফ্যাশন হাউস না খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠান না খোলার ব্যাপারেও সবাই একমত। সিলেটের সব ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।এর আগে গতকাল বৃহস্পতিবার নগরের নয়াসড়ক এলাকার ব্যবসায়ী সমিতি ঈদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।আগামী ১০ মে থেকে ঈদ উপলক্ষে সব ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন