News71.com
 Bangladesh
 10 May 20, 10:04 PM
 1020           
 0
 10 May 20, 10:04 PM

সিলেট কারাগার থেকে মুক্তি পেলেন ১৩ বন্দি॥

সিলেট কারাগার থেকে মুক্তি পেলেন ১৩ বন্দি॥

নিউজ ডেস্কঃ করোনার সংক্রমণ ঠেকাতে সরকার সারাদেশে কারাগারে থাকা বন্দিদের মুক্তি দিচ্ছে। এর ধারাবাহিকতায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৩ বন্দি। কয়েকদিন পরে আরও ২০ জন মুক্তি পাবেন।কারা সূত্র জানায়, সিলেটে এ পর্যন্ত তিন দফায় ১৩ জন বন্দি মুক্তি পেলেন। প্রথম দফায় ৬ মাস থেকে ১ বছর সাজাপ্রাপ্ত দুইজন মুক্তি পান। দ্বিতীয় দফায় এক থেকে তিন মাস সাজাপ্রাপ্ত ছয়জনের মুক্তির কথা ছিল। তবে চারজন জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় মুক্ত হতে পারেননি।

এ ছাড়া তৃতীয় দফায় তিন মাস থেকে ছয় মাস সাজাপ্রাপ্ত ৯ জন মুক্তি পেয়েছেন। এ দফায় আরও ১৬ জন মুক্তির তালিকায় ছিলেন। তবে তারা জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় মুক্তি পাননি।সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, তিন দফায় ১৩ জন মুক্ত হয়েছেন। আরও ২০ জন জরিমানা দিয়ে মুক্ত হতে পারবেন। মোট ৩৩ জন এ কারাগার থেকে মুক্তির তালিকায় ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন