নিউজ ডেস্কঃ সিলেট বিভাগে করোনা আক্রান্তের হার ত্রিপল সেঞ্চুরি হাঁকাচ্ছে। আর মাত্র দুইজনের পজিটিভ এলেই করোনা পূর্ণ হবে ৩শ’। সেই সঙ্গে আক্রান্তের আশঙ্কার পাল্লাও ভারি হচ্ছে। সোমবার (১১ মে) দিন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ২৮০ জনে। রাতে এই সংখ্যা পৌঁছেছে ২৯৮ জনে।এদিন রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষায় আরো ৩ জনের করোনা শনাক্ত হয় নিশ্চিত করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায়।তিনি বলেন, এরমধ্যে আক্রান্ত এক ব্যক্তি শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর পরীক্ষায় তার পজিটিভ আসে। এছাড়া ঢাকায় পাঠানো ৩৫৪ জনের নমুনা থেকে আরো ১৪ জনের এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে সুনামগঞ্জের আরো একজনের করোনা শনাক্ত হয়। এতে করে বিভাগে মোট ২৯৮ জনের করোনা শনাক্ত হয়।সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। সিলেট ওসমানী মেডিকেলে ৩ জনসহ বিভাগে নতুন করে আক্রান্ত ১৮ জনের মধ্যে মৌলভীবাজার ৮, হবিগঞ্জ ৭, সুনামগঞ্জ ২ ও সিলেট ১ জন। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ২৯৮ জন। এরমধ্যে সিলেটে ৮৬, সুনামগঞ্জে ৬২, হবিগঞ্জে ১০২ ও মৌলভীবাজারে ৪৮ জন। এরমধ্যে মারা গেছেন ৫ জন এবং সুস্থ হয়ে ফিরেছেন ২৩ জন।