News71.com
 Bangladesh
 12 May 20, 05:42 PM
 898           
 0
 12 May 20, 05:42 PM

করোনা আক্রান্ত হয়ে দেশে প্রথম কোন কারাবন্দির মৃত্যু॥

করোনা আক্রান্ত হয়ে দেশে প্রথম কোন কারাবন্দির মৃত্যু॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে এক বন্দির মৃত্যু হয়েছে। গত রোববার করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান তিনি।বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, গত রোববার সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। মারা যাওয়া ব্যক্তি একটি হত্যা মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলায়।মৃত বন্দির করোনা শনাক্ত হওয়ার পর সেই বন্দি কারাগারের যে ওয়ার্ডে তিনি ছিলেন, সেটি লকডাউন করা হয়েছে। কারাগারে ওই বন্দির সংস্পর্শে কারা এসেছিলেন তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে কারা সূত্রে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন