News71.com
 Bangladesh
 21 May 20, 10:41 PM
 928           
 0
 21 May 20, 10:41 PM

সিলেট থেকেই সাড়ে ১৭ হাজার মেট্টিক টন ধান-চাল কিনবে সরকার॥

সিলেট থেকেই সাড়ে ১৭ হাজার মেট্টিক টন ধান-চাল কিনবে সরকার॥

নিউজ ডেস্কঃ সিলেট জেলা থেকে সরকারিভাবে ধান ও চাল কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বছর সরকার সিলেট থেকে ৭ হাজার ৩২৯ মেট্টিক টন ধান ও ১০ হাজার ৫৮০ মেট্টিক টন চাল ক্রয় করবে। সব মিলিয়ে কেনা হবে ১৭ হাজার ৮৯৯ মেট্টিক টন ধান ও চাল । জেলা নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মে মাস থেকে ধান ও চাল কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। সরাসরি কৃষকের কাছ থেকে সরকারিভাবে ২৬ টাকা কেজি দরে ধান ও ৩৬ টাকা কেজি দরে চাল কেনা হচ্ছে। ইতোমধ্যে সিলেট জেলায় ১২ মেট্টিক টন ধান ও ৩৩ মেট্টিক টন চাল কেনা হয়েছে। এসব ধান ও চাল মজুদ করা হচ্ছে সরকারি গুদামগুলোতে ।

সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনোজ কান্তি দাস চৌধুরী জানান, সরকারিভাবে ধান ও চাল কেনার প্রক্রিয়া চলছে। ২৬ টাকা কেজিতে ধান ও ৩৬ টাকা কেজিতে কৃষকদের কাছ থেকে চাল কেনা হচ্ছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়া চলমান থাকবে । তিনি জানান, সিলেটে দক্ষিণ সুরমা ছাড়া বাকি ১২ উপজেলাতেই খাদ্য গুদাম আছে। কৃষকদের কাছ থেকে ধান ও চাল ক্রয় করে গুদামে রাখা হচ্ছে। দক্ষিণ সুরমা উপজেলার ধান ও চাল রাখা হচ্ছে সদর উপজেলা খাদ্য গুদামে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন