নিউজ ডেস্কঃ গতকাল মঙ্গলবার (৭ জুলাই) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্ধ ইউনিয়নের নওয়াইর চক গ্রামে জমির আলী নামের এক বৃদ্ধকে বেঁধে অমানুষিক নির্যাতন করেছে তারই স্বজনেরা। আর ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ জমির আলির স্ত্রী ও তিন ছেলেকে আটক করে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সম্প্রতি বৃদ্ধ জমির আলীর স্ত্রী ও সন্তানরা এক লাখ ৮০ হাজার টাকায় পারিবারিক একটি গরু বিক্রি করেন। ওই গরু বিক্রির টাকা থেকে নিজের ঋণ পরিশোধের জন্য ৫ হাজার টাকা চেয়েছিলেন জমির আলী। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও ছেলেরা তাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিচিত্রে দেখা যায়, জমির আলীকে রশি দিয়ে বেঁধে মাটিতে চেপে ধরে নির্যাতন করা হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা গিয়ে বৃদ্ধকে মুক্ত করেন। এদিকে এ ঘটনায় অপমান বোধ করে বিষ পানে আত্মহত্যারও চেষ্টা করেন জমির আলী। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক ফয়জুল করিমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জমিরের স্ত্রী ও তিন ছেলেকে আটক করে। এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ওসি জানান ঘটনাটি মর্মান্তিক ও নিন্দনীয়। নির্যাতনকারী জমিরের তিন ছেলে ও স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও প্রক্রিয়াধীন আছে।