News71.com
 Bangladesh
 22 Jul 20, 06:30 PM
 1079           
 0
 22 Jul 20, 06:30 PM

উজানে সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি॥ বন্যা পরিস্থিতির আরো অবনতি

উজানে সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি॥ বন্যা পরিস্থিতির আরো অবনতি

নিউজ ডেস্কঃ উজানের ঢলে সুরমা ও চলতি নদী পানি বেড়ে সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা ভাদেরটেক উত্তরপাড়া, রসুলপুর, চালবন, লালপুর রাধানগর, তালেরতল, মনিপুরিহাটি, মিনাজুরিসহ ১৫টি গ্রামের মানুষ তৃতীয়বারের মতো বন্যা দুর্গত হয়ে পড়েছে।জেলার পানি উন্নয়ন বোর্ড জানায়, বুধবার (২২ ‍জুলাই) সকাল ৯টায় সুরমা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার, ছাতক পয়েন্টে ১৬৬ সেন্টিমিটার এবং বিশ্বম্ভরপুর উপজেলার শাক্তিয়ারখলা পয়েন্টে যাদুকাটা নদীর পানি ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।বানেরপানি ঘরবাড়িতে ডুকে পড়ায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। এলাকায় দেখা দিয়েছে খাদ্যের অভাব। খেয়ে না খেয়ে দিন পার করছেন এসব বানভাসীরা। এসব গ্রামের লোকজন গবাদিপশু পালন করা নিয়ে বিপাকে পড়েছেন। প্রতিটি বাড়িতে বন্যার পানি উঠেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। এরইমধ্যে কোথাও কোথাও পানি বাহিত রোগের প্রকোপ শুরু হয়েছে। এদিকে করোনা আবার অন্যদিকে বন্যায় দিশেহারা বন্যাকবলিতরা। গত ২৪ ঘণ্টায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড।এদিকে সুনামগঞ্জ পৌরসভার নিম্নাঞ্চল নুতনপাড়া, হাজীপাড়া, শান্তিবাগ, মরাটিলা, পশ্চিমবাজার, তেঘরিয়া, বড়পাড়া, সাববাড়িরঘাট, উকিলপাগা, ষোলঘর, নবীনগর, ধোপাখালী, কালিপুর,ওয়েজখালী মল্লিকপুর বন্যার পানিতে ডুবে আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন