News71.com
 Bangladesh
 04 Sep 20, 07:36 PM
 835           
 0
 04 Sep 20, 07:36 PM

সুনামগঞ্জের সীমান্তে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলের উন্নয়ন কাজের উদ্বোধন

সুনামগঞ্জের সীমান্তে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলের উন্নয়ন কাজের উদ্বোধন
 
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সীমান্ত এলাকা ডলুরায় শায়িত মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও মুক্তি সংগ্রাম স্মৃতি ট্রাস্টের আয়োজনে শুক্রবার বেলা ১২ টায় ডলুরা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করা হয়। এ উপলক্ষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরুধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল হুদা চপল প্রমুখ। এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মমর্যাদা ও সম্মান সবার ওপরে রাখার আহবান জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন