নিউজ ডেস্কঃ সিলেট নগরীর তারাপুর চা বাগান এলাকায় সিটি করপোরেশনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে ওয়াকওয়ে। এতে নগরবাসী ছুটির দিনে বেড়াতে এতে বেশ আনন্দ উপভোগ করছেন। নগরবাসীর বিনোদনের জন্য সিলেট সিটি করপোরেশন এলাকার ৮ নম্বর ওয়ার্ডে দেড় কিলোমিটার দীর্ঘ ওয়াকওয়ে নির্মাণ করা হয়। নতুন এ পথে বেড়াতে এসে নগরবাসী বেশ খুশি। এক নগরবাসী বলেন, আমরা এরকম একটা জায়গা আশা করি যেখানে আমরা বিকেলের দিকে মন খুলে শ্বাস নিতে পারব। আরেক এলাকাবাসী বললেন, বাড়ির পাশে এত সুন্দর রাস্তা আমরা আগে জানতাম। আজকে ঘুরতে আসলাম। অনেক ভাল লাগলো।
তবে, সিটি করপোরেশনের পক্ষ থেকে বেড়াতে আসা নগরবাসীর জন্য করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিলেও আগতরা তা মানছেন না। চা বাগানের পাশে বয়ে যাওয়া ছড়াকে কাজে লাগিয়ে এই হাটার পথ করে দিতে এখন পর্যন্ত সাড়ে তিন কোটি টাকা ব্যয় হয়েছে। সিলেট সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান বলেন, সিলেটে বিনোদনের জায়গাটা কম। সেই সাথে বয়স্ক মানুষের হাঁটা-চলার জায়গাটাও কম। তখন আমার মাথায় চিন্তা আসল যে ওদের জন্য হাঁটার একটা জায়গা করে দেওয়া দরকার। সেই চিন্তা-ভাবনা থেকে এই ওয়াকওয়েটা করা। একপাশে চা বাগান, অন্য পাশে লেকে চলবে নৌযান। এমন পরিকল্পনা নিয়ে এই ওয়াকওয়ে গড়ে তোলা হয়েছে।