News71.com
 Bangladesh
 26 Sep 20, 01:01 PM
 849           
 0
 26 Sep 20, 01:01 PM

সুনামগঞ্জে সুরমার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপরে॥

সুনামগঞ্জে সুরমার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপরে॥

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিপুল পরিমাণ আমন ধান ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সুনামগঞ্জে থেমে থেমে ভারী বর্ষণ ও উজানের ঢলে সুরমা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সীমান্তের ওপারে ভারতের চেরাপুঞ্জিতে ৪৪০ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত হওয়ায় সীমান্তবর্তী এই জেলাটি এক মৌসুমে চতুর্থ দফায় বন্যা কবলিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, ২৪ ঘণ্টায় জেলায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের শক্তিয়ারখলা সাব-মার্জেবল অংশ ডুবে যাওয়ায় ওই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন