নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার ও তাহিরপুররে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৮ বস্তা চাল এবং দুই ডিলারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজার ও তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনয়নের লামাগাও বাজারে অভিযান চালানো হয়।সেখান থেকে খাদ্য বিভাগ ও পুলিশ খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করে। পুলিশ জানায় ডিলার মাসুক আলমের দোকান থেকে ১৪ বস্তা, আফসন নগর গ্রামের মফিজ আলীর বাড়ি থেকে ৪৪ বস্তা চাল উদ্ধার করা হয়।অন্যদিকে তাহিরপুর উপজেলার লামাগাও বাজার থেকে ১০ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।আটককৃতদের বিরুদ্ধে দোয়ারাবাজার ও তাহিরপুর থানায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মোহাম্মদ নাজির আলম জানান, চাল উদ্ধার করার পর উপজেলা খাদ্য কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।