নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের দিরাই ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।আহতদের আড়াইশো শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতাল ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের আলমপুর গ্রামের একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে ইউপি সদস্য ইয়াহিয়া আহমদ সুমন ও আমির হোসেন জুনেদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে জুনেদ আহমদ (৩০), আমিনুর রহমান (২২), নূর হোসেন (৪০), আক্তার হোসেন (৪৫), সমরুন নেছা (৫০), আবু বকর (২০), গোলাম কিবরিয়া (২৭) গুরুতর আহত হন। এদিকে জগদল ইউনিয়নের পুডিকর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কামাল খান ও ফিরোজ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। আহতরা হলেন- ফরমান খান, সামাদ খান, আব্দুল মনাফ, ছৈদুল্লাহ ও দুলাল মিয়া, তানজিদ খান গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।