নিউজ ডেস্কঃ সিলেট রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহমদ রায়হান হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেছেন, ‘পুলিশ বা জনগণ কেউই আইনের ঊর্ধ্বে নয়’, যারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।‘ তিনি বলেন, এরইমধ্যে যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদেরকে সাসপেন্ড ও তাদের নামে মামলা করা হয়েছে। পর্যায়ক্রমে সব আসামি ধরা পড়বে।’
শনিবার (২৪ অক্টোবর) রাতে মৌলভীবাজারে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শহরে মহেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনের সময় ডিআইজি মফিজ উদ্দিন আহমদের সঙ্গে ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমদ ও মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান প্রমুখ।
মহেশ্বরী পূজা মণ্ডপে উৎসব মুখর পরিবেশে দর্শনার্থীদের উপস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন ডিআইজি। এ সময় তিনি আরো বলেন, ‘এসব উৎসবকে সার্বজনীন করতে জেলার প্রতিটি পূজামণ্ডপে সবার সহযোগিতায় কাজ করছে পুলিশ। শান্তিপূর্ণভাবে পূজা শেষ হবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।